স্বপ্ন সে রোজি স্বপ্ন দেখে ওই আকাশের দিকে তাকিয়ে কত স্বপ্ন,আকাশের চাঁদ তারা দেখে। তার মন বিস্মিত হয়ে যাই তারাদের দেখে। সত্যি কি সৃষ্টি কত সুন্দর এই সৃষ্টি পুরো যেনো কেও নিজের হাথে সাজিয়েছে। প্রতিদিন দে ছাদে ওঠে সৃষ্টির এই সূন্দর্য দেখার জন্য, এতেই তার আনন্দ। সে দেখে পূর্ণিমার চাঁদ ওঠা তখন রাতের অন্ধকারকে ভেদ করে চাঁদের আলো কিভাবে চারিদিকে ছড়িয়ে পরে তার মন ও এরকম আনন্দে ভরে ওঠে এভাবেই তো মানুষ খুশি থাকে, মনের মধ্যে একটু খানি আলো মন কে খুশি তে ভরিয়ে দেয়। সে একা থাকতেই ভালোবাসে সে জানে একা থাকাই যে একটা আনন্দ আছে সেটা অন্য কোথাও পাওয়া যাই না সহজে। একান্তে নিজের মতো সবকিছু ভাবা যায় থাকে না কোনো বাঁধা থাকে না কারো বারণ থাকে না কোনো প্রত্যাশা থাকে শুধু “স্বাধীনতা” । এই স্বাধীনতার জন্য মানুষ কত কিছু করে কিন্তু সেটা লুকিয়ে থাকে তার নিজের মধ্যে শুধু একটু খুঁজে নিতে হয় যেটা সে পেয়েছে তাই তো এই সৃষ্টির প্রতি তার এত ভালোবাসা।। ✓ আশিষ